আমার হাতে যখন কলম থাকে
তখন আমি মানুষ হয়ে যাই
চারপাশে শব্দদূষণের যে নিরন্তন
জান্তব প্রতিযোগিতা চলছে
তখন আমি হাতে তুলে নিই
এক বাকহীন বন্ধুকে।
নিজে বাকহীন হয়েও সে আমাকে
প্রতিনিয়ত বাঙময় করে তোলে।
আমার বলতে না পারা কথাগুলো
বাধভাঙ্গা স্রোতের মত বেরিয়ে আসে
কালির আঁচড়ের সাথে।
অজস্র নিঃসঙ্গতার মিছিলে
আমি কিছু পংক্তি খুঁজে পাই।
আশেপাশের রুদ্ধশ্বাস পরিবেশে
যখন হাঁপিয়ে উঠি-
নির্বাক বন্ধুকে হাতে তুলে নিয়ে
এক চিলতে সান্ত্বনা খুঁজি।