মুড়ে রেখেছো যাকে তোমার মনের গহীনে
হিংস্রতার দাবানলের মাঝে যাকে খুঁজে পেলে
তন্দ্রায় আচ্ছন্ন হয়ে লুটিয়ে পড়ে শিয়র পানে
হাসি আনন্দে বিলীন হওয়া স্রোতের টানে
সাম্পানের একাকী মাঝি হাওয়াল পাল তোলে
নদী যেন মিশে যায় দূরে কোথায় দিগন্ত পানে।।
আবার যদি ফিরে পেতাম শৈশবের কলরব
কতকাল খুঁজে যাব হারানো দিন সেইসব?
নতুন করে আবার আপন করে নিও তাকে
দখিনার হাওয়ার স্রোতে ভাসিয়ে দিয়েছো যাকে।