পৃথিবীটা যখন লোহার পাত হয়ে যায়
আমি তখন চুম্বক হয়ে যাই।
আষ্টেপৃষ্টে লেগে থাকি-
মনে হয় যেন চুমুক দিয়ে আছি
প্রিয়ার অধরে কিংবা বালিশের শেশাংষে।
দুশ্চিন্তার কীড়াগুলো যখন যকৃতে ছিদ্র করে
জান্তব জয়োল্লাসে মেতে ওঠে-
আমি তখনও চুম্বক হয়ে লেগে থাকি।
কল্পনার চিলেকোঠায় নির্ঘুম প্রহরী হয়ে
জেগে থাকি চোরাবালির আশায়।