বৈরিতার আস্ফালন নিয়ে, খোলা জানালা দিয়ে
মুগ্ধতার নিঃশ্বাস তুমি কোথায় ফেলছো?
আঁশটে গন্ধের তীব্রতায় উন্মত্ত হয়ে
ক্ষণজন্মাকে কোন সৌরভের আশ্বাস দিচ্ছো?
আজন্ম পাপে জর্জরিত-
কলঙ্কের শ্বেদবিন্দু নিয়ে উজ্জীবিত
অপমানের জ্বালা ছড়িয়ে দিয়ে
কোন পরম আনন্দ মেখে নিচ্ছো?
তোমার খোলা জানালায় ধুলোর প্রলেপ
বৃষ্টির পানিতেও যা ধুয়ে যাবে না।
এক ঝলক দখিনা হাওয়ার মায়াবী পরশ
তোমার খোলা জানালায় কখনও আর আসবে না
কাঁচের বাসনের মত ভেঙ্গে গেছে
গুড়ো গুড়ো হয়ে মেঘমালা-
তার উপরে চলতে চলতে
রেখে গেছি রক্তের কালচে ছোপ।
বন্ধ ঘরে আটকে রাখা কল্পিত সুখের গ্রাসে
বারে বারে তাল হারিয়েছি ভয়াল দুখের ত্রাসে।
খোলা জানালায় হয়ত আর আসবে না
গাইবে না মুগ্ধ করা সুরে কোন পাখি!
সম্মুখে রয় সবকিছু
ঝাঁঝালো রোদের উগ্রতা নেই, তবুও
কেন নিস্তেজ হয়ে চোখ ঢাকি?
জানালা খোলা রয়
আমি পিছু হটে যাই
দরজা রয়েছে খোলা
পিছে দেখার সময় নাই।