জলশূন্য তীরে

 

সহজ করে সবকিছু বলে দিতে চাই

নিদারুন যে সত্য রয়েছে অঙ্কুরে

বিনষ্ট যা করতে চেয়েছি বারে বারে

হুঙ্কার ছেড়ে যা প্রতিনিয়ত হানা দেয় দ্বারে।

আমি একটু সময় চেয়েছি কিন্তু সময় যে নেই-

দলা পাকিয়ে ওঠা কষ্টগুলো চক্রাকারে ঘোরে

দঃস্বপ্নের মিশেল দেয়া স্বপ্ন সাজানো থরে থরে

আমি চেয়েছি বহুবার কিন্তু মন ভুলতে না পারে!

পুরানো কিছু কথা বলবো তুমি শুনবে ভাই?

মুখ ঘুরিয়ে চলে গেলে? চাইলে না পিছু ফিরে?

তোমাকেই কেন শোনাতে চায় মন বারে বারে?

কথাগুলো আছড়ে পরে অবিরাম জলশূন্য তীরে!

অবাস্তব কিছু ভাবনা নিয়ে কিইবা লাভ পাই?

বালির তৈরী ঘর ভেঙ্গে যায় তোমার স্বপ্ন ঘিরে

আমার সহজ কথাগুলো জটিলতায় রূপ নেয়

এক টুকরো মাটির পানিতে ভেসে থাকার মত-

কীট পতঙ্গ পানিতে ভেসে থাকে; কিন্ত

আমার আমার সহজ সহজ সত্য নিয়ে ভিজে যাই

যা হয়তো আর কখনই বলা হবে না

সরাসরি নয় হয়ত কতগুলো আবরণ দিয়ে।

আমি জানিয়ে যাব তুমি খুঁজে নিও।

কোথায় পাবে সেই সত্য, সেটুকু শুনিয়ে যাই

অবিরাম খুঁজে চলেছি, কোথায় পাব তারে?

বিরতিহীন আমি ছুটে চলেছি দুয়ার থেকে দুয়ারে। 

আমার হাহাকার গুমরে মরে সেই জলশূন্য তীরে। 

Author's Notes/Comments: 

4th January 2014

View shawon1982's Full Portfolio