সদা বিকশিত জ্যোতিষ্মান।
নক্ষত্র
আঁধারকে করে তোলে বর্ণিল
স্বপ্নময়
বাস্তবে অবাস্তবে না থাকুক মিল
দৃশ্যপট ফুঁটে ওঠা বর্ণিল চিত্রপট কল্পনাকে যে করে অতিক্রম
নয়কো দৃষ্টিভ্রম
দিগন্তকে চাড়িয়ে দূরে বহুদূরে করে গমন
পথহারার দিশারী হয়ে যার শুভাগমন
কভু হবেনা ম্লান
অসীমে থেকেও আন্দোলিত করে প্রাণ
নক্ষত্রের আলোয় বিকশিত হোক স্বর্গ মর্ত্য অনন্ত চরাচর
স্নেহ মমতায় ভরে যাক ধরা ভুলে সবে আপন পর
দুঃখ কষ্ট গ্লানি ব্যথা হয়ে যাক ধূসর
কে দিবে দাগ কে দিবে কলঙ্ক কালিমা নক্ষত্রের উপর
সদা দীপ্তিমান রয়
হবেনা কভু
নক্ষত্রের আলোর ক্ষয়
পথ দেখিও তাদের যারা সামনে এগিয়ে নিয়ে যাবে
আগামীর পথে সম্ভাবনার দিকে
পথ চলতে ক্লান্ত পথিককে কর বেগবান
ভয় নেই
তোমাদের কীর্তি রবে সর্বদা অক্ষয় অম্লান
আমার বলা হল সারা
ভাসিয়ে দাও ভেলা
এগিয়ে নেবার পালা
কীর্তিমান হয়ে আগামীর পথে এগিয়ে চল বীর দর্পে
সাহায্যের হাত বাড়াও
যারা পেছনে
চাতক পাখির মত চেয়ে আছে তোমাদের পানে
চর জাগরুক চির ভাস্বর থেকো আমাকদের মনে হে নক্ষত্র
আশীর্বাদ করি দিগ্বিজয়ী হও সর্বত্র
-