কতকিছুর পরিকল্পনা করে গেলাম এতদিন ধরে
বাস্তবায়ন করতে পারলাম না তার কিছুই
অচল পয়সার মত পড়ে রইলাম সংসারে
আলো খুঁজতে গিয়ে অন্ধকার দেখি চারধারে!
নতুন বছর এলো হয়ত নতুন কিছু আসা নিয়ে
আমি আবার শুরু করতে চাই আমার এই জীবনকে
আবার নতুন করে!
যে শেকড় গজিয়ে গেছে দুই পায়ের নীচে
চিরতরে উপড়ে ফেলতে চাই
অনেক নিয়েছি মাটির গন্ধ
আজ আমি হয়ে গিয়েছি একাকী অন্ধ।
পশ্চাতে ফেলে আসা সহস্র ভুলের সমাধি মাড়িয়ে
আমি স্বপ্ন দেখি এক নতুন দিনের
এল নতুন আলোর-
আমি সামনে এগিয়ে যেতে চাই
এক সম্ভাবনার পথে।
আমি হারিয়ে যেতে চাই না।
আমি আমার স্বপ্নের বাস্তবায়ন দেখতে চাই।
সম্মুখের পানে আমি তাকিয়ে আছি-
পেছনে ফেরার আর সময় নেই।