প্রাজ্ঞ সুধীজন,
আমি আপনাদের সব কথা ঠিকঠাক মানতে পারি না।
যেমন আপনারা বলেন-
পৃথিবী নামক গ্রহটির নিজস্ব কোন আলো নেই।
আমি জানি আছে, আলবত আছে।
কি, হিসেব মিলছে না?
আসুন মিলিয়ে দেই সমীকরণ;
ধরা যাক পৃথিবী নামক গ্রহের নিজস্ব কোন আলো নেই,
তবে কি আপনি নিজেকে পৃথিবীর অংশ ভাবেন না?